প্রেমের কিংবদন্তি খুব সরলভাবে অন্তঃকরণ
রজকিনী এক সতীসাধ্বী কিশোরী, ধোবার মেয়ে
চণ্ডীদাস নিতান্ত কিশোর তাদের প্রতিপত্তি ছিল
উভয়ের নিবাস ধোপাখালী গ্রাম মাগুরার দেশে
মধ্যিখানে ধর্মের নির্যাস নিয়ে সংস্কার দাঁড়ায়ে ছিল
এইটুকু কেবল পূত কিংবদন্তি গড়তে পারে না
তার জন্য ধর্ম লাগে
মানুষ রূপের বিভোর হয়ে আত্মকাম হয়ে পড়ে
কিন্তু চণ্ডীদাস বার বছর কৌমার্য ব্রত ছিল
মানুষ রূপবিভোর হতে পারে
প্রেম আসে ধর্ম থেকে
যেসব লোকগাথায় রামী আর চণ্ডীদাস শুয়ে থাকে
সেখানে উভয়ের শরীর নেই
উভয়ের ধর্ম শুয়ে থাকে
ফলে প্রেমের নদী গতি পেল
আটশত, হাজার বছর
যারা প্রেম গড়ে তারা নিজে লোকগীতি রচেনা
প্রেমহীন মানুষ
সংগীতে তার শুকনা নদীর অন্তর খুঁজে মরে
সে হয়তো ভালো কেননা আটশত বছর আগে
রজকিনী উৎখাত হয়ে বাকুড়া চলে গিয়েছিল
চণ্ডীদাস প্রেমের লগ্ন নিয়েছিল
বাকুড়ার কঠিন সমাজ উভয়ের কোমল হৃদয়ের চেয়ে সংস্কার মেনেছিল
এইবার!
উভয়ের শরীর বৃন্দাবন থিতু হল
বৃন্দাবন ধর্মপীঠ
ভারতবর্ষ প্রেম আর কাম একাত্ম ঘোরে
উদ্বেগে উতল!
আমি দেখি রজকিনী এক সতীসাধ্বী কিশোরী
চণ্ডীদাস নিতান্ত আকুল কিশোর
উভয়ের হৃদয়ের মাঝে ধর্ম এসে সৃষ্টির রহস্য এক না অন্ত অকূল জল বিদীর্ণ হয়ে প্রবাহ গিয়েছে
তাঁরা এক অরূপ সত্তার সামান্য লীলার মোহে
ধর্ম সহ অতিবেগ প্রেমের কিংবদন্তি হল
এনএ/