পূত কিংবদন্তি

সৈয়দ আহমদ শামিম

by Nur Alam Khan

প্রেমের কিংবদন্তি খুব সরলভাবে অন্তঃকরণ

রজকিনী এক সতীসাধ্বী কিশোরী, ধোবার মেয়ে

বিজ্ঞাপন
banner

চণ্ডীদাস নিতান্ত কিশোর তাদের প্রতিপত্তি ছিল

উভয়ের নিবাস ধোপাখালী গ্রাম মাগুরার দেশে

মধ্যিখানে ধর্মের নির্যাস নিয়ে সংস্কার দাঁড়ায়ে ছিল

এইটুকু কেবল পূত কিংবদন্তি গড়তে পারে না

তার জন্য ধর্ম লাগে

মানুষ রূপের বিভোর হয়ে আত্মকাম হয়ে পড়ে

কিন্তু চণ্ডীদাস বার বছর কৌমার্য ব্রত ছিল

মানুষ রূপবিভোর হতে পারে

প্রেম আসে ধর্ম থেকে

যেসব লোকগাথায় রামী আর চণ্ডীদাস শুয়ে থাকে

সেখানে উভয়ের শরীর নেই

উভয়ের ধর্ম শুয়ে থাকে

ফলে প্রেমের নদী গতি পেল

আটশত, হাজার বছর

যারা প্রেম গড়ে তারা নিজে লোকগীতি রচেনা

প্রেমহীন মানুষ

সংগীতে তার শুকনা নদীর অন্তর খুঁজে মরে

সে হয়তো ভালো কেননা আটশত বছর আগে

রজকিনী উৎখাত হয়ে বাকুড়া চলে গিয়েছিল

চণ্ডীদাস প্রেমের লগ্ন নিয়েছিল

বাকুড়ার কঠিন সমাজ উভয়ের কোমল হৃদয়ের চেয়ে সংস্কার মেনেছিল

এইবার!

উভয়ের শরীর বৃন্দাবন থিতু হল

বৃন্দাবন ধর্মপীঠ

ভারতবর্ষ প্রেম আর কাম একাত্ম ঘোরে

উদ্বেগে উতল!

আমি দেখি রজকিনী এক সতীসাধ্বী কিশোরী

চণ্ডীদাস নিতান্ত আকুল কিশোর

উভয়ের হৃদয়ের মাঝে ধর্ম এসে সৃষ্টির রহস্য এক না অন্ত অকূল জল বিদীর্ণ হয়ে প্রবাহ গিয়েছে

তাঁরা এক অরূপ সত্তার সামান্য লীলার মোহে

ধর্ম সহ অতিবেগ প্রেমের কিংবদন্তি হল

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222