জামাতে নামাজ পড়ে উপহার পেল ২২ কিশোর

by Nur Alam Khan

রংপুরের কাউনিয়ায় টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছে ২২ শিশু-কিশোর। এছাড়া বি, সি ও ডি ক্যাটাগরিতে আরও ৯৭ জন শিশু-কিশোরকে স্কুলব্যাগ, বল, ক্রিকেট ব্যাট ও মগ পুরস্কার দেয়া হয়।

শনিবার স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন
banner

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।

সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে সালাত ক্যাম্পেইনের ঘোষণা দেয় আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৬০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিয়েছে উপজেলার হারাগাছ পৌর এলাকার বিভিন্ন এলাকার ২২ শিশু-কিশোর।

আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষের উদ্যোগে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদের খতিব মুহাম্মদ ইদরীস বিন শাহজামাল, সভাপতি নাকিব হোসেন, মাদরাসা মুহাম্মাদীয়ার সভাপতি মাহমুদার রহমান সোনা, সেক্রেটারি নাকিবুল আখতার বুলবুল, সমাজসেবক আশরাফুল আলম, তৌহিদুল ইসলাম নয়ন, দুলাল আহমেদ, সাবেক কাউন্সিলর রমজান আলী, সমাজসেবক শামীম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222