ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানীতে গত সপ্তাহে নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে বলে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মন্ত্রী জানিয়েছেন। এর আগে মৃতের সংখ্যা ২২৫ বলা হয়েছিল।
মঙ্গলাবার( ১৫ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত ৮ এপ্রিল ভোরে নাইটক্লাবটির ছাদ থেকে প্রথমে ধুলোবালি পড়তে শুরু করে। এর কয়েক সেকেন্ড পরেই ছাদ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। তখন গায়ক পেরেজ জনাকীর্ণ ক্লাবটির মঞ্চে ছিলেন।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, ক্লাবটিতে ৭০০ থেকে ১ হাজার লোক থাকতে পারে। যদিও দুর্ঘটনার সময় কতজন উপস্থিত ছিলেন তার কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। কর্তৃপক্ষ ধসের কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে।
তদন্তকারী একটি সরকারি বিভাগের প্রধান লিওনার্দো রেয়েসের মতে, ফরেনসিক তদন্তের আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছাতে প্রায় তিন মাস সময় লাগবে।
এনএ/