ইতিহাসে ‘সেরা নির্বাচন’ করার আশ্বাস প্রধান উপদেষ্টার

by Nur Alam Khan

ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ এর মধ্যে বাংলাদেশে একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন আয়োজন করা হবে বলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনকে (এএনএফআরএল) আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার মাইলফলক হবে।’

বৃহস্পতিবার ঢাকায় স্টেট গেস্ট হাউস যমুনায় এএনফ্রেল দল তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এএনএফআরএল প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র প্রোগ্রামের পরামর্শদাতা মে বাটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফর ক্যাম্পেইন অ্যান্ড অ্যাডভোকেসি থরিন্দু আবেরথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

এএনএফআরএল, এশিয়ার নির্বাচনী গণতন্ত্রের উন্নতির জন্য নিবেদিত সুশীল সমাজ সংগঠনের একটি আঞ্চলিক নেটওয়ার্ক, দুই দশক ধরে এই অঞ্চলে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা সক্রিয়ভাবে সমর্থন করে আসছে।

বৈঠকে, এএনএফআরএল বাংলাদেশে তাদের চলমান উদ্যোগসমূহ, বিশেষ করে স্বাধীন, নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠন করার জন্য তাদের প্রতিশ্রুতি শেয়ার করে। প্রতিনিধি দল স্টেকহোল্ডার ম্যাপিং পরিচালনা করতে চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেছে এবং নাগরিক সমাজের সম্পৃক্ততা শক্তিশালী করার জন্য এবং নির্বাচনী স্বচ্ছতা প্রচারের জন্য সুযোগ শনাক্ত করার জন্য মূল্যায়ন প্রয়োজন।

আনফ্রেল প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসার সুযোগের প্রশংসা প্রকাশ করেছে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সমর্থন করতে বাংলাদেশের স্টেকহোল্ডারদের সঙ্গে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222