ভারতে বিতর্কিত ওয়াক্ফ (সংশোধনী) আইন বাতিলের দাবিতে গত শনিবার হায়দরাবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার মুসলিম অংশগ্রহণ করেন।
এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি আন্দোলনের নেতৃত্ব দিয়ে বলেছেন, “আমরা মাথা নত করব না।” তিনি বলেন, “এই আইন ভারতের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে, এটি বাতিল করতেই হবে।”
বিক্ষোভে কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি ও দ্রাবিড় মুনেত্র কড়গমসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ওয়াক্ফ সম্পত্তি নিয়ে মুসলিমদের অধিকার রক্ষার দাবি জানান।
ওয়াইসি ঘোষণা করেছেন, “যত দিন না এই আইন প্রত্যাহার করা হয়, তত দিন দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।” তিনি আরও বলেন, “এই আন্দোলন আমাদের ধ্বংস করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে, কিন্তু আমরা টিকে থাকব।”
আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় বাড়িঘরে আলো নিভিয়ে ব্ল্যাকআউট প্রতিবাদ, ১৮ মে শহর পর্যায়ে গোলটেবিল বৈঠক, ২২ মে হায়দরাবাদের ঈদগাহ বিলালি হকি গ্রাউন্ডে নারী জনসমাবেশ, ২৫ মে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত মানববন্ধন এবং ১ জুন অবস্থান বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
এই প্রতিবাদ কর্মসূচিগুলো ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্যা ইন্ডিয়া এক্সপ্রেস
এনএ/