ওয়াকফ আইন নিয়ে উত্তাল হায়দরাবাদ

ওয়াইসি বললেন, ‘এই আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই’

by Nur Alam Khan

ভারতে বিতর্কিত ওয়াক্ফ (সংশোধনী) আইন বাতিলের দাবিতে গত শনিবার হায়দরাবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার মুসলিম অংশগ্রহণ করেন।​

এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি আন্দোলনের নেতৃত্ব দিয়ে বলেছেন, “আমরা মাথা নত করব না।” তিনি বলেন, “এই আইন ভারতের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে, এটি বাতিল করতেই হবে।”​

বিজ্ঞাপন
banner

বিক্ষোভে কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি ও দ্রাবিড় মুনেত্র কড়গমসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ওয়াক্ফ সম্পত্তি নিয়ে মুসলিমদের অধিকার রক্ষার দাবি জানান।​

ওয়াইসি ঘোষণা করেছেন, “যত দিন না এই আইন প্রত্যাহার করা হয়, তত দিন দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।” তিনি আরও বলেন, “এই আন্দোলন আমাদের ধ্বংস করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে, কিন্তু আমরা টিকে থাকব।”​

আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় বাড়িঘরে আলো নিভিয়ে ব্ল্যাকআউট প্রতিবাদ, ১৮ মে শহর পর্যায়ে গোলটেবিল বৈঠক, ২২ মে হায়দরাবাদের ঈদগাহ বিলালি হকি গ্রাউন্ডে নারী জনসমাবেশ, ২৫ মে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত মানববন্ধন এবং ১ জুন অবস্থান বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।​

এই প্রতিবাদ কর্মসূচিগুলো ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্যা ইন্ডিয়া এক্সপ্রেস

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222