গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক, মুতাফাক্কির, তাত্ত্বিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল আধুনিক কালে ইসলামের প্রবল এক কণ্ঠস্বর। মহান এই দার্শনিকের ভাষায়, সভ্যতা হলো শক্তিশালী ব্যক্তিত্বের চিন্তার রূপায়ন। একালে ইসলামের নব-অভ্যুত্থান সংগীত তার সৃষ্টিতে গাঁথা হয়ে আছে। আল্লামা ইকবাল একাধারে বিশ্ব সাহিত্যের কীর্তিমান কবি, দার্শনিক, রাজনীতিক জায়গাগুলোতে এক অনন্যসাধারণ দৃষ্টিভঙ্গি চিন্তার জগতে স্থায়ী চিহ্ন রেখে গেছে। তিনি ইসলামকে একটি গতিশীল ও বলিষ্ঠ দ্বীন (ধর্ম) হিসেবে দেখতে চেয়েছিলেন। গোত্রবাদী, সংকীর্ণচিত্ত, পশ্চাৎমুখী ইসলাম তার কাম্য ছিল না। তার এই চাওয়ার মধ্যে কিছুটা হলেও আমরা আমাদের নিয়তিকে মিলিয়ে দেখতে পারি। আজ মহান এই কবি, দার্শনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তকের ৮৭ তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান এই কবিকে।
এনএ/