123
আওয়ামী লীগ আসছে!
হাওয়ায় খবর ভাসছে
আমরা করি গুতাগুতি
ছাগল ভেড়া কাশছে
আওয়ামী লীগ আসছে।
বি এন পি আজ ভারতমুখি
এনসিপি চায়, বিচার-
লন্ডনে যায় জামাত শিবির
পত্রিকাতে ফিচার-
নির্বাচনের বাদ্য নিয়ে
তারাও এখন মাঠে
আওয়ামী লীগ ছাত্রলীগ
মিছিল নিয়ে হাঁটে
হাঁটতে হাঁটতে ভিড়ছে ওরা
হাতি ঘোড়াও কাশছে
আওয়ামী লীগ আসছে!
মসনদে কে বসবে আগে
তাই নিয়ে হয় অঙ্ক
আর অদূরে বাজতে শুনি
মহাবিপদ শঙ্খ।
শঙ্খধ্বনি বাড়ছে আরও
শুনছি বাঘের গর্জন
পদ্মাতে ফের ডুবু ডুবু
লাল জুলাইয়ের অর্জন।
হাআমা/