লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

by Nur Alam Khan

যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) এ তথ্য জানায় জিওটিভি নিউজ।

বিজ্ঞাপন
banner

লন্ডন থেকে মুর্তজা আলী শাহ জানান, লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে। ভারতীয়দের হামলায় দূতাবাসের জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া ভবনের সাদা দেয়াল এবং হাইকমিশন ভবনের ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা।

এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে। সে সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।

এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222