ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না: ফারুক

by Nur Alam Khan

ড. ইউনূস ১৮ কোটি মানুষের, আমরা আপনার পদত্যাগ চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি।

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘পদত্যাগের খবর পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না; এনসিপি নেতাকে বলেছেন, আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। আপনার পদত্যাগের খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে।’

তিনি বলেন, ‘আপনি নন্দিত, ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকুক। যদি নিন্দিত হয়ে বিদায় নেন তাহলে আমরা মনে কষ্ট পাব। আপনি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। তাহলে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে।’

সংগঠনের সহ-সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222