আমিরুল ইসলাম লুকমান >>
ভারতের উত্তরাখণ্ডের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় অভিযুক্ত তিন জন—পুলকিত আর্য, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরাখণ্ডের একটি আদালত। মূল অভিযুক্ত পুলকিত বিজেপির বহিষ্কৃত নেতা বিনোদ আর্যের পুত্র ও সংশ্লিষ্ট রিসোর্টের মালিক।
শনিবার (৩১ মে) ভারতীয় গণমাধ্যম মুম্বাই উর্দু টাইমস সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ১৯ বছরের অঙ্কিতা নিখোঁজ হন। ছ’দিন পর, ২৪ সেপ্টেম্বর পাউরির চাল্লি খাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি।
অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভাণ্ডারি অভিযোগ করেন, তার কন্যাকে যৌনপেশায় বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। তাতে রাজি না হওয়ায় রিসোর্ট মালিক পুলকিত, ম্যানেজার সৌরভ এবং সহকারী ম্যানেজার অঙ্কিত তাকে খুন করেন।
পুলিশ ঘটনার তদন্তে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ২০১ (প্রমাণ লোপাট), ৩৫৪এ (যৌন হেনস্থা) ধারায় মামলা রুজু করে। পাশাপাশি গ্যাংস্টার অ্যাক্টেও অভিযোগ গঠন করা হয়।
ঘটনার পর রাজ্যজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপি নেতার নাম জড়ানোয় রাজনৈতিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়। দল থেকে বহিষ্কার করা হয় বিনোদ আর্যকে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। তদন্তকারী দল প্রায় ৫০০ পাতার চার্জশিট জমা দেয় এবং ৪৭ জনের সাক্ষ্যগ্রহণ হয় আদালতে।
গত বছরের ২৮ মার্চ মামলার বিচার শুরু হয়। শুক্রবার আদালত তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর অঙ্কিতার মা অভিযুক্তদের ফাঁসির দাবি জানান।
সূত্র: মুম্বাই উর্দু টাইমস।
এআইএল/