প্রতিবন্ধীদের মাঝে খুলনা মহানগর যুবদলের হুইল চেয়ার বিতরণ

by Nur Alam Khan

মো: নিজাম উদ্দিন স্বাধীন >>

খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিজ্ঞাপন
banner

অসহায় মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

গতকাল রবিবার (১ জুন) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির গৃহীত ৫দিনের কর্মসুচির শেষ দিনে মহানগর যুবদল আয়োজিত ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাবা-মায়ের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হয়, এটি সমাজে একটি প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার। বাস্তবতা হচ্ছে, অধিকাংশ প্রতিবন্ধিত্বের কারণ জানা যায়নি। তবে প্রতিবন্ধিত্বের কারণ যাই হোক না কেন এগুলোর ওপরে বাবা-মার কোনো হাত নেই। তাই সন্তানের প্রতিবন্ধিত্বের জন্য বাবা-মাকে দোষারোপ করা ঠিক নয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় মানবিক সহায়তা অনুষ্ঠান খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে যুবদল আশা প্রকাশ করেন। খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও উপস্থিত অতিথিরা পরে অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222