নাটোরের আওয়ামী এমপি বকুলের দুই বাড়ি ও ব্যাংক হিসাব জব্দ

by Nur Alam Khan

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তার ব্যাংকে থাকা ১০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা রয়েছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৩ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জব্দ সম্পদের মধ্যে ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি রাজধানীর তেজগাঁওয়ের রাজাবাজারে অবস্থিত। বাড়ি দুইটির মূল্য ৫৭ লাখ ৪৫ হাজার ৫৪০ টাকা।

দুদকের সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর এসব সম্পদ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত সম্পদ ক্রোক (জব্দ) বা ফ্রিজ (অবরুদ্ধ) করা আবশ্যক।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222