আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কাছিটান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে চকমাধবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে জমজমাট এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত এই খেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী। সভাপতিত্ব করেন শ্রমিক দল মনোহরদী উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন আকন্দ বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মনোহরদী বাজার ব্যবসায়ী সমিতি ও শিবপুরের দেবালের টেক। কঠিন লড়াই শেষে বিজয়ী হয় বাজার ব্যবসায়ী সমিতি, যারা পুরস্কার হিসেবে একটি মহিষ লাভ করে। রানারআপ দল পায় একটি গরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম রবি, আহসান হাবিব বিপ্লব, আমিনুর রহমান সরকার দোলন, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট আব্দুল হান্নান, আব্দুল কাদের জলিল এবং গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মাসুদুর রহমান সোহাগ ও আব্দুস সামাদ আকন্দ বকুল।
আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
হাআমা/