মাওলানা মুহাম্মাদ মামুনুল হক >>
রিয়াদ সৌদীআরবের রাজধানী। প্রবাসী বাংলাদেশীদের সংখ্যার বিবেচনায় আরবের অন্যতম প্রধান শহর। অন্যান্য ইসলামী সংগঠনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসেরও জোরদার সাংগঠনিক তৎপরতা রয়েছে এই শহরে।
অনেক দিন ধরে রিয়াদে সাংগঠনিক প্রোগ্রামের তাকাযা ছিল। অবশেষে আল্লাহর মেহেরবানীতে চলতি হজসফরে সেই তাকাযা পূর্ণ হলো।
১০ ই জুন মক্কা মুকাররামায় হেফাজতে ইসলামের এবং ১১ই জুন বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা মহানগরীর পর গতকাল ১২ই জুন বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ মহানগর শাখার উদ্যোগে রিয়াদে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও ঈদপুনর্মিলনী সমাবেশ। স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ।
রিয়াদ শাখার সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমীর বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা হুসাইন হাবীবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ঢাকা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর মোহাম্মাদসহ আমি যোগদান করি।
সমাবেশে যোগদানের উদ্দেশ্যে আমরা পবিত্র বায়তুল্লাহর নগর মক্কা শরীফ থেকে জেদ্দা হয়ে রিয়াদে আসি। প্রোগ্রাম শেষে আমরা মদীনা শরীফের উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করি।
রিয়াদে অনুষ্ঠিত সমাবেশটি যেন প্রবাশের মাটিতে একখন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল। প্রবাসীদের উপস্থিতি ছিল উপচেপড়া। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল সমমনা ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর স্থানীয় নেতৃবৃন্দের স্বতস্ফূর্ত উপস্থিতি। বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশে ডানপন্থী ও ইসলামী ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ দেশের স্বাধীনতা ও স্বকীয়তার রক্ষাকবচ । রাজনীতিতে সমালোচনা ও প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন সংঘাতে পরিণত না হয়। অন্যথা হলে ফ্যাসিবাদবিরোধী আমলের মজলুমানদের জন্য আত্মঘাতি হবে বলে মনে করি। তাদের পরস্পর ভ্রাতৃঘাতি লড়াই দেশবিরোধী ফ্যাসিবাদী অপশক্তির দ্রূত পুনর্বাসনের কারণ হয়ে দাড়াতে পারে।
ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে বৃহত্তর ইসলামী ও দেশপ্রেমিক ঐক্য গড়ার পাশাপাশি ইতিবাচক ধারার রাজনীতিকে সমর্থন যুগিয়ে যাবে।
রিয়াদে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের এই সমাবেশ আমাদেরকে উজ্জীবিত করেছে। সেই সাথে রিয়াদে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজকেও আরো গতিশীল করবে বলে মনে করি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন ।
হাআমা/