বেনাপোল (যশোর) প্রতিনিধি >>
যশোরের শার্শায় আলোচিত লিটন হোসেন (৩০) হত্যা মামলার প্রধান ৪ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশের সদস্যরা।
গত বৃহস্পতিবার (১২ জুন) বিকালে ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকার তুরাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃত আসামিরা হলেন, মামলার প্রধান আসামি উপজেলার দুর্গাপুর গ্রামের মোমিন মিয়ার ছেলে সেলিম মিয়া (৩২), সেলিম মিয়ার পিতা মোমিন মিয়া (৫০), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে রমজান আলী (৩০) ও মৃত তৈয়ব আলীর ছেলে আক্তার হোসেন (৪৩)। এ সময় তাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি ধারালো গাছি দা ও দুইটি লাঠি উদ্ধার করে ডিবি পুলিশ।
এর আগে লিটন হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে আজগর আলী, শমসের আলী, শামসুল হক ও আব্দুল হক মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া শুক্রবারে বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ডিবি পুলিশের একটি চৌকস টিম ঢাকা বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে প্রধান আসামি সেলিম মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তুরাগ থানা এলাকায় একটি কবরস্থানের পাশে পরিত্যক্ত ভবন থেকে বাকি ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া ২ নম্বর আসামি রমজান আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত (৭ জুন) ঈদের দিন রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।
ঐ ঘটনায় নিহত লিটনের পিতা আজগর আলী বাদী হয়ে রাতেই ১৭ জনের নাম উল্লেখসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি অত্যন্ত চাঞ্চল্য ও গুরুত্বপূর্ণ হাওয়ায় পরবর্তীতে তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশ।
এআইএল/