ইরানের হামলার ভয়ে একরাতে ৫ বার আশ্রয়কেন্দ্রে গিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি ইরানি হামলার রাতে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন।
খবর আল জাজিরার।
এক্সে দেওয়া এক পোস্টে মাইক হাকাবি লেখেন, এখন শাব্বাত চলছে। শান্ত থাকার কথা, কিন্তু হয়তো তা হবে না। পুরো জাতিকে আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে হাকাবি বলেন, আমি মনে করি না যে ইসরায়েল কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানে হামলা চালাবে। কারণ আমাদের সম্পর্কের মধ্যে যে আস্থা আছে, সেটি খুব গভীর।
তিনি আরো বলেন, আমরা অনেক দেশের সঙ্গে বন্ধুত্ব ও মিত্রতা বজায় রাখি। তবে সত্যিকারের অংশীদার কেবল একটি দেশই—ইসরায়েল। কারণ আমাদের মধ্যকার গোয়েন্দা তথ্য, সামরিক কৌশল, অস্ত্র, এবং দৃষ্টিভঙ্গির যে বিনিময় হয়, তা একমাত্র ইসরায়েলের সঙ্গেই হয়। কারণ আমাদের সভ্যতার ভিত্তি একই।
এআইএল/