খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার ইন্তেকাল

by Nur Alam Khan

মো. নিজাম উদ্দিন স্বাধীন >>

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বিজ্ঞাপন
banner

নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯টার দিকে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গতকাল রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক মামুন রেজার প্রথম নামাজে জানাজা গতকাল রাত ১২টায় জাতিসংঘ শিশু পার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২১ জুন) দুপুরে দিঘলিয়া উপজেলার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

সাংবাদিক মামুন রেজা সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টুয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি চার বার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

তার সহকর্মীরা গণমাধ্যমকে জানান, মামুন রেজা ভাইয়ের অকাল প্রয়াণে খুলনা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সব সময় নবীন সাংবাদিকদের সহযোগিতা করতেন এবং সাংবাদিকতার আদর্শিক পথ অনুসরণে অনুপ্রাণিত করতেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222