ফিলিস্তিনবিরোধী চ্যানেলে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি উসমান খাজার

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজা গাজা পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সাহসী ভূমিকা রেখেছেন। গাজার পক্ষে অবস্থান নেওয়ায় চাকরিচ্যুত হওয়া এক সাংবাদিকের প্রতি সংহতি জানাতে তিনি একটি অস্ট্রেলিয়ান রেডিও চ্যানেলকে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৬ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, উসমান খাজার একটি পোস্ট-ম্যাচ সাক্ষাৎকার নির্ধারিত ছিল ঐ রেডিও চ্যানেলের সঙ্গে। তবে তিনি চ্যানেলটির মাইক্রোফোন দেখতে পেয়ে সাক্ষাৎকার দিতে সরাসরি অস্বীকৃতি জানান এবং উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

জানা যায়, গাজার পক্ষে কথা বলার কারণে ওই রেডিও চ্যানেল বিশিষ্ট ক্রিকেট সাংবাদিক পিটার লালার-কে চাকরিচ্যুত করে। পিটার লালার গত ফেব্রুয়ারিতে গাজার মানুষের পক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছিলেন। এরপর থেকে উসমান খাজা তার পক্ষে কথা বলে আসছেন এবং সাংবাদিকের চাকরিচ্যুতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে— উসমান খাজার এই সিদ্ধান্তের কারণে তার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

উল্লেখ্য, বর্তমানে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ-এর মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ চলমান রয়েছে। ওই ম্যাচের প্রথম দিনের পরই উসমান খাজার ওই সাক্ষাৎকার নির্ধারিত ছিল।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222