গণহত্যার দায় শুধু শেখ হাসিনার নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

by hsnalmahmud@gmail.com

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই মাসের আন্দোলনে যে গণহত্যা সংঘটিত হয়েছে, তার দায় শুধু শেখ হাসিনার একার নয়; বরং দলীয়ভাবে আওয়ামী লীগও দায়ী, তাই তাদের বিচার হওয়া উচিত।

আজ বুধবার সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুসের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের রোষানলের সবচেয়ে বেশি শিকার বিএনপি। সর্বশেষ যে গণহত্যা হয়েছে, তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দলীয়ভাবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত।”

নির্বাচন ও সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সব সময়ই দেশের রাজনীতিতে গঠনমূলক সংস্কারের পক্ষে। কেউ যদি মনে করেন, নির্বাচনের প্রয়োজন নেই, তবে তাদের বলব—নির্বাচন জনগণের অধিকার এবং গণতন্ত্রের ভিত্তি। একটি নির্বাচিত সরকারের সঙ্গেই জনগণের সম্পর্ক গড়ে ওঠে।”

তিনি আরও জানান, রাজনৈতিক সংস্কার এবং নির্বাচন—এই দুই প্রক্রিয়া একসঙ্গেই চলতে পারে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222