ছাত্রলীগের রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানী বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

by amirulislamluqman20@gmail.com

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই গোলাম রুহানীসহ পুলিশের ৪ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়, বিনা অনুমতিতে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। এ জন্য ২০১৮ সালের সরকারি চাকরি আইনের বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে ১২ উপবিধি (১) অনুযায়ী তাকে ১০ সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ২৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত। এ কারণে সরকারি চাকরি বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি ২ (চ) অনুযায়ী পলায়নের অভিযোগে তাকে ১১ আগস্ট থেকে বরখাস্ত করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে পালিয়ে আছেন। এ কারণে ওই দিন থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222