ঢাকা কলেজ শাখায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্বে রেদওয়ান, রাইসুল

by Nur Alam Khan

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা কলেজ শাখার ক্যাম্পাস সম্মেলন ও জুলাই যোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রেদওয়ানুল হক।

সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও ছাত্রসমাজ।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, “দেশে সুশিক্ষা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হলে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধকে সর্বাগ্রে স্থান দিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ আরিফুল ইসলাম অপু। তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্ববান ছাত্রনেতৃত্ব অপরিহার্য। ইসলামী আদর্শে গড়ে ওঠা নেতৃত্বই সমাজ পরিবর্তনের পথ দেখাতে পারে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ।

বিশেষ বক্তা হিসেবে ছিলেন সংগঠনের ক্যাম্পাস উইংয়ের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মুহাম্মাদ বাবুল এবং কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই মাসে সংগঠনের ক্যাম্পাসভিত্তিক কর্মসূচিতে উল্লেখযোগ্য ভূমিকার জন্য কিছু সদস্যকে “জুলাই যোদ্ধা” হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মেলনের শেষে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সভাপতি: রেদওয়ানুল হক

সহ-সভাপতি: রাকিবুল ইসলাম

সাধারণ সম্পাদক: রাইসুল ইসলাম

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, এ কমিটি ঢাকা কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222