যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরায়েল

by amirulislamluqman20@gmail.com

আমিরুল ইসলাম লুকমান >>
সিরিয়ার সুয়াইদা শহরে যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটাতে অবশেষে যুদ্ধবিরতির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি থমাস বারাক।

শনিবার (১৯ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, এক বিবৃতিতে থমাস বারাক জানান, এই যুদ্ধবিরতির চুক্তিটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক, জর্ডান ও অন্যান্য আঞ্চলিক দেশসমূহ। তিনি বলেন, ‘এখন সময় এসেছে সব পক্ষ অস্ত্র পরিহার করে সিরিয়ার পুনর্গঠনে অংশগ্রহণ করুক।’

বিজ্ঞাপন
banner

এই শান্তি প্রচেষ্টা এমন এক সময় হলো, যখন সিরিয়ায় সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। সিরিয়ান গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুয়াইদা শহরে চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে শামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেদুইন মিলিশিয়াদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। এর পরপরই যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে সরকারি নিরাপত্তা বাহিনী শহরে প্রবেশ করতে শুরু করেছে।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি যদি সফলভাবে টিকে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখতে পারে।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222