ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় শিবির, ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ২ আহত ১০

by amirulislamluqman20@gmail.com

চট্টগ্রামের চকবাজারে এক যুবককে পুলিশে দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে একদল ছাত্র নিজেদের ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে এক যুবককে ছাত্রলীগ দাবি করে চকবাজার থানায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পরই ছাত্রশিবিরের কর্মীরা থানায় এসে ওই যুবককে তাদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এসময় থানার বাউন্ডারির মধ্যেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ দুপক্ষকেই থানা থেকে বের করে দিয়ে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকালে দুইজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির।

ছাত্রদলের দাবি, মহসিন কলেজের ছাত্রলীগ কর্মীরা কয়দিন আগে ছাত্রদলের কর্মীদের ওপর হামলা করেছিল। সোমবার রাতে তাদের একজনকে চকবাজার এলাকায় দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাকে ধরে থানায় নিয়ে যায়। এ সময় ছাত্রশিবিরের কর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের ওই সন্ত্রাসীকে নিজেদের কর্মী দাবি করে থানার ভেতরেই ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালায়।

এদিকে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, চকবাজার এলাকার ফুটপাতে চাঁদাবাজিতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এক আহত জুলাইযোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় নিয়ে যায় ছাত্রদলের কর্মীরা। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করতে চকবাজার থানায় যায় ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় ছাত্রদলের কর্মীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।

চকবাজার থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মধ্য রাতে থানার সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়েছে। রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চকবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222