ভারতের ছত্তীসগড় রাজ্যের একটি সরকারি স্কুলে ইংরেজি বিষয়ের এক শিক্ষকের বানান ভুলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, শিক্ষক ‘Eleven’ (এগারো) শব্দের বানান লিখতে গিয়ে বোর্ডে লেখেন ‘Aivene’। আরও দেখা যায়, তিনি ‘Nineteen’ (উনিশ) শব্দটিকেও ভুলভাবে ‘Ninithin’ লিখেছেন।
সোমবার (৪ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি ধারণ করা হয় ছত্তীসগড়ের একটি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে ক্লাস চলাকালীন শিক্ষককে ছাত্ররা প্রশ্ন করলে তিনি ইংরেজি সংখ্যাগুলোর বানান বোর্ডে লেখেন। তার বানান দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়।
যখন তাকে বানান ভুল ধরিয়ে দেওয়া হয়, তখন তিনি জবাবে বলেন, ‘আমরা বাচ্চাদের এভাবেই পড়াই।’ তার এমন জবাব আরও বিতর্ক উস্কে দেয়।
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই ভারতের সরকারি বিদ্যালয়গুলোর মান এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এমন শিক্ষকের হাতে প্রাথমিক শিক্ষার দায়িত্ব তুলে দেওয়া মানে প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া।’
এদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ভারতের গ্রামীণ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এবং শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে সামনে নিয়ে এসেছে। তারা অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/