বাংলা একাডেমিতে কবি আহসান হাবীবকে স্মরণ

by Kausar Labib

প্রখ্যাত কবি ও সম্পাদক আহসান হাবীবকে স্মরণ করেছে বাংলা একাডেমি। তার ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

এতে ‘আহসান হাবীবের কবিতা : একটি উত্তর-ঔপনিবেশিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সোহানা মাহবুব। যেখানে তিনি কবির সাহিত্যিক মূল্যায়ন করেন এবং তাঁর কবিতায় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদী ভাবনার প্রতিফলন তুলে ধরেন।

সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন কবি শামসেত তাবরেজী ও কবি তুষার দাশ। বক্তারা আহসান হাবীবের কবিতার বিষয়বস্তু, ভাষার দক্ষতা এবং সময়কালীন প্রেক্ষাপটে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আহসান হাবীবের কবিতায় ‘ভালোবাসা’ নামক অবিনাশী অস্ত্রের প্রচারণা, যা উপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উঠে আসে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সভাপতির বক্তব্যে বলেন, আহসান হাবীবের কবিতা শুধু ঔপনিবেশিক সময়ের প্রতিফলন নয়, বরং তাঁর কবিতায় জাতীয়তাবাদী মানবতাবাদী চিন্তা ও সংগ্রামও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি বলেন, অধিকার আদায়ের প্রক্রিয়া এবং মানুষের বোধশক্তি বৃদ্ধিতে আহসান হাবীবের কবিতা আজও প্রাসঙ্গিক।

বাংলা একাডেমির সচিব মোহাম্মদ নায়েব আলী আহসান হাবীবকে স্মরণ করে বলেন, তিনি কবি হিসেবে যেমন শক্তিশালী, তেমনি সম্পাদক হিসেবে ছিলেন সৎ ও সাহসী। তাঁর সাহসিকতা ও দিকনির্দেশনায় বহু তরুণ সাহিত্যিকের পথচলা শুরু হয়েছে।

সেমিনারে আহসান হাবীবের কবিতা থেকে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিকশিল্পী ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাহিত্যপ্রেমীরা।

সেমিনারের সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক কাজী রুমানা আহমেদ সোমা।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222