চিটাগংয়ের হ্যাটট্রিক জয়

by Kausar Labib

বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে চিটাগং কিংস। এর মাধ্যমে টানা তিন জয় তুলে নিলো মোহাম্মদ মিঠুন অ্যান্ড কোং।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি পায় চিটাগং। জবাবে ১৭৩ রানে থামে সিলেটের ইনিংস।

বিজ্ঞাপন
banner

সিলেটের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন জর্জ মানসি। ৪৭ রানে অপরাজিত থাকেন জাকের আলি। ২৫ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। চিটাগংয়ের হয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তিন ও আলিস আল ইসলাম নেন দুই উইকেট।

এর আগে জোড়া ফিফটিতে এই সংগ্রহ পায় চিটাগং। তিন চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন গ্রাহাম ক্লার্ক। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন উসমান খান।

৩৫ বলের মোকাবেলায় আট চারের পাশাপাশি একটি ছয় মারেন এই পাকিস্তানি ওপেনার। ১৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হায়দার আলি। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২৮ রান। সিলেটের হয়ে দুই ব্যাটারকে ফেরান তানজিম হাসান সাকিব। ৩৮ রান খরচ করেন স্বাগতিকদের এই পেসার।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222