রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে গণ কোরআন তিলাওয়াত কর্মসূচি

by Kausar Labib

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর প্রতিবাদে গণ কোরআন তিলাওয়াত কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার মুক্তমঞ্চে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটির উদ্যোগে এই কোরআন তিলাওয়াত কর্মসূচি পালন করা হয়। আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈন উদ্দীন খান বলেন, পবিত্র কোরআন পুড়িয়ে মুসলমানদের হৃদয়ে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের দেশটা ভালোভাবে চলুক তারা চায় না। আগস্ট বিপ্লবের পরে তারা চাচ্ছে আমাদের ক্যাম্পাস অচল হয়ে যাক, শুধু ক্যাম্পাস না দেশের মধ্যে তারা লুকিয়ে থেকে ষড়যন্ত্র চালাচ্ছে এখনও। আমাদের শিক্ষার্থীরা তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। তারা যে কর্মকাণ্ড করেছে তাদের উচিত জবাব দিতে এই কর্মসূচি করা দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি চাই এ রকম কর্মসূচি শুধু শহিদ মিনারে নয়, প্রতি হলে হলে হোক।

বিজ্ঞাপন
banner

আয়োজক কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুয়েবুল হাসান বলেন, রাবির আবাসিক হলগুলোতে পবিত্র কোরআনে আগুন দেওয়া এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার মাধ্যমে বিভিন্নভাবে মুসলমানদেরকে উসকে দেওয়ার চেষ্টা করছে চক্রান্তকারীরা। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা চালানো হচ্ছে আমরা তার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, আজকের এই গণ কোরআন তিলাওয়াত কর্মসূচি তারই অংশ। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কোরআন পোড়ানোর প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। কে বা কারা এই কর্মকাণ্ড করেছে তার কোনো হদিস এখনো পাইনি। তবে তাদের এই কর্মকাণ্ডের বিপরীতে আমরা কোরআনের বাণীর সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থীরাগণ কুরআন তেলাওয়াতের আয়োজন করেছি। আমরা আমাদের কোরআন অবমাননার বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, রবিবার দিবাগত রাতে ৯টি আবাসিক হলে পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222