ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা দেবেন যে ইমাম

by Kausar Labib

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ইরাকি বংশোদ্ভূত মার্কিন ধর্মীয় নেতা হুশাম আল হুসাইনি বক্তৃতা দেবেন। মিশিগানের ডিয়ারবর্নে অবস্থিত কারবালা ইসলামিক এডুকেশন সেন্টারের পরিচালক হুশাম আল হুসাইনি এই ঐতিহাসিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন।

শিয়া মতাবলম্বী এই ইমামের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ডেট্রয়েটের খ্রিস্টান ধর্মগুরু রেভারেন্ড লরেঞ্জো সেওয়েল, নিউইয়র্কের ইহুদি নেতা রাব্বি ড. অ্যারি বারম্যান এবং ব্রুকলিনের ক্যাথলিক নেতা ফাদার ফ্র্যাঙ্ক মান।

বিজ্ঞাপন
banner

হুশাম আল হুসাইনি এর আগেও মার্কিন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি মিশিগানে আরব-আমেরিকান সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত। ১৯৭০-এর দশকে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে আসেন এবং পরবর্তীতে ডিয়ারবর্নে মুসলিম সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন।

হুশাম আল হুসাইনি তার বক্তৃতা ও কার্যক্রমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এমন একজন নেতাকে সমর্থন করি, যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন এবং শক্তিশালী নেতৃত্ব প্রদর্শন করবেন।”

তবে, তার কিছু বিতর্কিত বক্তব্যও রয়েছে। ২০০৭ সালে এক সাক্ষাৎকারে তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

অনুষ্ঠানটি বর্তমান ও সাবেক বিশ্বনেতাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222