অবশেষে গাজা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের কাছে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করল দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর।
তিনি বলেন, হামাসের উপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি, কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি।
ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
গিডিয়ন সা’আর বলেন, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।
এছাড়া, ইসরাইলের বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৫ মাস গাজায় হত্যাযজ্ঞ চালায় দখলদার ইসরাইল। এর ফলে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। গাজায় ১৫ মাসব্যাপী আগ্রাসন চালিয়েও ইসরাইল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের ঘোষিত লক্ষ্য ছিল- হামাসকে ধ্বংক করা এবং গাজা থেকে ইসরাইলি বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি।
এমএনএকে/