হোয়াইট হাউজের কাছে ‘সংঘর্ষ’, সশস্ত্র ব্যক্তিকে গুলি

by Nur Alam Khan

হোয়াইট হাউজের কাছে আইন প্রয়োগকারী সংস্থার সাথে ‌‌‘সশস্ত্র সংঘর্ষের’ পর মার্কিন সিক্রেট সার্ভিস এক ব্যক্তিকে গুলি করেছে।

স্থানীয় সময় রোববার (৯ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। গুলি চালানোর সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ছিলেন না। তিনি ফ্লোরিডায় ছিলেন।

বিজ্ঞাপন
banner

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি হোয়াইট হাউজ থেকে মাত্র এক ব্লক দূরে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের পশ্চিমে ঘটেছে।

জানা গেছে, ওই ব্যক্তি ‘সুইসাইডাল’ ছিলেন এবং ধারণা করা হচ্ছে তিনি ইন্ডিয়ানা থেকে এসেছেন।

একটি বার্তা সংস্থার প্রতিবেদন অনুসারে, সিক্রেট সার্ভিস স্থানীয় পুলিশের কাছ থেকে ইন্ডিয়ানা থেকে ভ্রমণকারী একজন ‘সুইসাইডাল ব্যক্তির’ সম্পর্কে তথ্য পেয়েছিল।

পরে কর্মকর্তারা হোয়াইট হাউজের কাছে বর্ণনার সাথে মিলে যাওয়া ওই ব্যক্তিকে দেখতে পান এবং পার্ক করা গাড়িটি খুঁজে পান।

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘অফিসাররা এগিয়ে আসার পর ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র তাক করলে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। এই সময় আমাদের কর্মীরা গুলি চালাতে শুরু করে। পরে লোকটিকে হাসপাতালে ভর্তি করা হয় ‘

কিন্তু সিক্রেট সার্ভিস জানিয়েছে যে তার অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় আর কেউ আহত হয়নি বলেও নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস।

ডিসি মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগ ফোর্স ইনভেস্টিগেশনস টিম এই ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে বলে জানা গেছে।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222