জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ইতিহাস তুলে ধরতে রংপুরে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রকাশিত হলো পত্রিকা ‘ছত্রিশ’, যা রংপুরের শহীদদের সংগ্রাম এবং তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে লিখিত রূপে ছাত্র-জনতার কাছে পৌঁছানোর প্রয়াস।
বৃহস্পতিবার রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম, ‘কালের কন্ঠ’ রংপুরের জেলা ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা ‘সাইরেন’-এর উপদেষ্টা সালমান সিদ্দিকী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক যুগেশ ত্রিপুরা।
এছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন অপরাজিত-২৪-এর সদস্যরা, যারা ‘ছত্রিশ’ প্রকাশনার মূল উদ্যোক্তা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ছত্রিশ’ পত্রিকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, তাহির জামান প্রিয়সহ আরও অনেক শহীদের সংগ্রাম এবং সাহসিকতার বর্ণনা রয়েছে। এই প্রকাশনা মাধ্যমে ইতিহাস রক্ষার পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে লড়াইয়ের ইতিহাস পৌঁছানো সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, ইতিহাস সংরক্ষণের পাশাপাশি, জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং আক্রান্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা প্রয়োজন। তারা বলেন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখনও তরুণ-যুবকদের কাজ করতে হবে।
বক্তারা, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নের ঘটনাগুলোর দ্রুত বিচার দাবিও জানান। তারা শহীদ আবু সাঈদ, তাহির জামান প্রিয়সহ অসংখ্য শহীদের চেতনায় সবাইকে অঙ্গীকারবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
এনএ/