মারধরে ঋণগ্রস্তের আত্মহত্যা, সুদ কারবারি গ্রেপ্তার

by Nur Alam Khan

রাজশাহীর তানোর উপজেলায় আত্মহত্যার প্ররোচণার মামলায় সামিরুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় উপজেলার জুরানপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

সামিরুল জুরানপুর এলাকা মন্তাজ আলীর ছেলে। তিনি সুদের ব্যবসা করেন।

র‌্যাব জানিয়েছে, গত ১০ মার্চ রাতে কীটনাশক পানে আত্মহত্যা করেন জুরানপুর এলাকা বাসিন্দা ভটভটি চালক আরিফ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় আত্মহত্যার প্ররোচণায় একটি মামলা করা হয়। সেই মামলায় সামিরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব বলছে, কয়েকমাস আগে আরিফ ওই এলাকার বিএম আহম্মেদ নামের এক সুদ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু তিনি টাকা ফেরত দিতে পারছিলেন না। গত ৯ মার্চ বিএম আহম্মেদ ও সামিরুল ইসলামসহ কয়েকজন সুদ ব্যবসায়ী আরিফের কাছে টাকা চান। আরিফ টাকা পরিশোধে অক্ষমতা জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে আরিফের ভটভটি কেড়ে নিয়ে টাকা পরিশোধ করে তা ফেরত আনতে বলেন তারা।

শারীরিক ও মানসিক নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে পরদিন রাতে আরিফ তার রান্নাঘরে থাকা কীটনাশক পান করেন। এর পরদিন তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় তানোর থানায় আত্মহত্যার প্ররোচণার মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জুরানপুর এলাকা থেকে সামিরুলকে গ্রেপ্তার করে তারা।

গ্রেফতারের পর সামিরুলকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222