ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ছিন্নমূলদের জন্য ইফতার আয়োজন

by Nur Alam Khan

৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

বুধবার (২৬ মার্চ) দুপুরে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

ইফতার বিতরণ অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এই আয়োজনের মাধ্যমে ছাত্রদল নেতারা সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সহমর্মিতা ও ভালোবাসা ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন।

ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “সহমর্মিতা ও সংযমের মাস রমজানের থেকে শুরু করে ছাত্রদল নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে আছেন। আমাদের উদ্দেশ্য সমাজের প্রতি দায়িত্বশীলতা প্রকাশ এবং মানুষের সঙ্গে মানবিক সম্পর্ক স্থাপন করা।”

তিনি আরো বলেন, “মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, নব্বইয়ের গণআন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।”

এসময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবির, ঢাবি ছাত্রদলের সদস্য ইউসুফ ভুঁইয়া নীরব, রাকিব হাসান, জসিম উদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. আব্দুল ওহেদ, বিজয় একাত্তর হল ছাত্রনেতা ইমতিয়াজ রনি, শাহরিয়ার ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রনেতা জুবায়ের হোসেন, নূর মোহাম্মদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রনেতা কেএস জুনায়েদ, ঢাকা মহানগরের উত্তরের শান্ত রহমান, মহানগর পূর্বের রবিউল ইসলাম, মহানগর পশ্চিমের মামুন খান, ঢাকা কলেজের মিয়ারাজ, সাউথইস্ট ইউনিভার্সিটির মো. সিয়াম মুন্সীসহ আরও অনেকে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222