বিএনপি হিন্দুদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে: দুলু

by Nur Alam Khan

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাদের পাশে থেকে সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নাটোর শহরের পিলখানা কাপুড়িয়াপট্রি এলাকায় শ্রী মন মহাপ্রভুর বাৎসরিক ভোগ মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০৮-২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে নাটোর কারু-কাঞ্চন জুয়েলার্সে দুইবার ডাকাতি হয়েছে।

সন্ধ্যা বেলায় যমুনা জয়েলার্সে হামলা ও ডাকাতি হয়েছে। হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, জমি দখল, বাড়ি দখল, পুকুর দখল সব হয়েছে আওয়ামী লীগের আমলে। সবচেয়ে স্বর্ণযুগ ছিল বিএনপির শাসন আমলে। ১৯৯২ সালে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় বাবড়ী মসজিদে হামলা হয়েছিল।

সে সময় বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে দিনরাত তাদের নিরাপত্তা দিয়েছে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল। সে সময় নাটোরের হিন্দুদের শরীরের একটি আঁচড়ও পড়েনি। নাটোরের হিন্দু ভাই-বোনেরা স্বর্ণালী সময় কাটিয়েছে।

২০০৮-২০২৪ সাল পর্যন্ত হিন্দু মানুষরা কষ্টে দিন পার করেছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তাহীনতায় থাকে।

বিএনপির নেতা দুলু বলেন, বেগম খালেদা জিয়া ও আমার নেতা, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে সকল কর্মকাণ্ডকে সহযোগিতা করবো। এ দেশ আমাদের, যার যার ধর্ম সে সে পালন করবে। আমাদের মধ্য কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ভাই ভাই।

হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান আমরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

দুলু আরও বলেন, ৫ই আগস্টে আওয়ামী লীগের পতনের পর বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে। রাত জেগে তাদের বাড়ি পাহারা দিয়েছে। আমি দুলু যতদিন বেঁচে থাকবো, তত দিন আমার হিন্দু ভাইদের পাশে থাকবো। তাদের নিরাপত্তার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত হিন্দু ভাইদের পাশে থেকে তাদের সহযোগিদা করবো।

নাটোর জুয়েলার্স অ্যাসোসিয়েশন সভাপতি স্বপন কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে রঘুনাথ কর্মকার, জয়কালী বাড়ি মন্দিরের সভাপতি নীলমনি কর্মকার প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222