শরীফ মুহাম্মদ >>
মিডিয়ায় ভিন্নমত সহ্য করুন, বিকশিত হতে দিন। তবে ফ্যাসিবাদের বরকন্দাজদের দমনে কোনো অবহেলা করা ঠিক হবে না। জনমত ও ন্যারেটিভ ঘোরানোর জায়গা মিডিয়া। এ জায়গায় খামখেয়ালি করলে ফ্যাসিবাদবিরোধী মিনার ভেঙে পড়বে। চোখের পানি দিয়ে সেটা গড়তে পারবেন না।
গত ২৪ ঘন্টায় যেভাবে ধরেছেন সামনেও এভাবেই ধরতে হবে। মিডিয়ায় ফ্যাসিবাদের নতুন কোনো ভাইরাস গজালে কিংবা আগের কোনো ভাইরাস বিষাক্ত হয়ে সামনে এলে এন্টিসেপটিক বা ফিনাইল প্রয়োগ করুন। মায়া করবেন না। ১৫ বছর জুলুমের পর মায়ার কোনো অবকাশ আর থাকে না।
ফ্যাসিবাদী প্রোপাগান্ডিস্টরা শুধু স্থানচ্যুতি কিংবা জায়গা বদল ডিজার্ভ করে না, শাস্তিও ডিজার্ভ করে। ফ্যাসিবাদের কাঠামোর বাইরে থাকা সব ভিন্নমত সহ্য করুন, ফ্যাসিবাদী জুলুম ও বর্বরতার ইন্ধনদাতাদের স্পেস দেবেন না। তাদের শাস্তির ব্যবস্থা করুন।
এআইএল/