‘মানবিক করিডর’ ঠেকাতে ঐক্যের ডাক হেফাজতে ইসলামের

by Nur Alam Khan

মানবিক করিডরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধের ক্ষেত্র বানাতে পরিকল্পনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

চার দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এক লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়।

বিজ্ঞাপন
banner

হেফাজত আমির বলেন, ‘আমাদের দেশ এখন বহুমুখী সঙ্কটে রয়েছে। সেই সঙ্গে আগ্রাসী ভারতের ষড়যন্ত্রও থেমে নেই। মানবিক করিডরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধের ক্ষেত্র বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমতাবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সঙ্কট মোকাবিলায় আমাদেরকে জুলাই-আগস্টের মতো ইস্পাত-কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবারো গড়ে তুলতে হবে।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222