শাপলার শহীদদের স্মরণে ২৪ মে ঢাকায় কনফারেন্স

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে নিহত শহীদদের স্মরণে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ কনফারেন্স। “শাপলা স্মৃতি সংসদ” নামে একটি নতুন সংগঠনের উদ্যোগে এই কনফারেন্স আয়োজন করা হচ্ছে আগামী ২৪ মে ২০২৫, শুক্রবার, কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সেমিনার হলে।

বিজ্ঞাপন
banner

“শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা” শিরোনামে আয়োজিত এই কনফারেন্সে থাকবে শহীদদের স্মরণ, চেতনা ও আত্মত্যাগ বিষয়ক আলোচনা, এবং একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা উপস্থাপন।

সেমিনারে সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

আয়োজকরা জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদের স্মৃতিকে ধারণ করে ঈমানদার প্রজন্ম গঠনের লক্ষ্যেই গঠিত হয়েছে “শাপলা স্মৃতি সংসদ”। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের স্মৃতি জাতির অন্তরে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, আলেম ও সমাজ সচেতন নাগরিকদের উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজক সংগঠনটি।

আয়োজকরা আরও বলেন, “শহীদরা চিরঞ্জীব। তাদের রক্তে বপন হওয়া চেতনার বীজকে ছড়িয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222