ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

by Nur Alam Khan

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৩ জুন) ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পর দিন ৮ জুন রোববার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। পরবর্তী দিন, অর্থাৎ ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা গোশত বহন করা যাবে না। অন্য যেসব বিধিনিষেধ আগে থেকেই রয়েছে, সেসবও বহাল থাকবে।’

এতে বলা হয়, নিয়ম অনুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে, তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222