ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৩ ভারতীয়সহ ৭৩ জন গ্রেপ্তার

by hsnalmahmud@gmail.com

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৩ জন ভারতীয়সহ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে। ইরান এবং ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিষয়ে তথ্য দেয়া হয়েছে।

ইরানি গণমাধ্যমের মতে, ইরানের আইআরজিসি ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৩ জন ভারতীয়সহ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারগুলি বিশ্বাসযোগ্য তথ্যের সাথে যুক্ত যে ইরানি সামরিক নেতৃত্বের উপর হামলা একটি ‘অভ্যন্তরীণ কাজ’ বা একটি গুরুতর ‘নিরাপত্তা লঙ্ঘন’ ছিল।

বিজ্ঞাপন
banner

ইসরাইল তথ্য প্রকাশ করেছে যে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, ইরানের ভেতর থেকে ড্রোন হামলা চালিয়েছিল এবং ইরানের ভেতরে একটি কম্পাউন্ড ছিল যেখান থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

ইরানি গণমাধ্যমের মতে, ইরানে কাজ করার ভিসায় থাকা ১৩ জন ভারতীয় নাগরিক সরাসরি এই অভিযানে জড়িত ছিলেন। আরও তথ্য আসার সম্ভাবনা রয়েছে। সূত্র: ডিএনডি।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222