নিজস্ব প্রতিবেদক >>
দেশের সকল ইসলামি দলকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক বাক্সে ভোট কালেকশনের আহ্বান জানিয়েছেন ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী।
আজ শনিবার (২৮ জুন) ৩৬ নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘ইসলামি আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বিভক্তি নয়, দরকার ঐক্য ও সমন্বিত প্রয়াস। বর্তমানে ইসলামি দলগুলো যে বিচ্ছিন্নভাবে কাজ করছে, তা জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ইসলামি শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সময় এসেছে সব ইসলামি দল ও সংগঠন এক প্ল্যাটফর্মে এসে সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার।’
তিনি জানান, ইসলামি দলগুলোর মধ্যে নীতিগত বিষয়ে মৌলিক মিল রয়েছে। তাই মতবিরোধ দূর করে জাতীয় স্বার্থে একটি যৌথ কর্মসূচি প্রণয়ন করা জরুরি। একসঙ্গে থেকে এক বাক্সে ভোট কালেকশন করলে ইসলামি আদর্শে পরিচালিত নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মনে করেন।
এ সময় মুফতি আব্দুল হান্নান ফয়েজী একটি বড় পরিসরের মতবিনিময় সভার ঘোষণা দেন, যেখানে সব ইসলামি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে ইসলামি নেতৃত্বকে বিকশিত করতে হবে। এজন্য দরকার আলোচনার টেবিলে বসে কাঁধে কাঁধ মিলিয়ে পথচলা।”
ইসলামিক জনকল্যাণ পার্টির পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই একটি সর্বদলীয় ইসলামি ঐক্য বৈঠকের তারিখ ঘোষণা করা হবে।
হাআমা/