বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে ঢাকা’র একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানকে দেখতে যান তারা।
সাক্ষাতের সময় তাঁরা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। চিকিৎসক দলের কাছ থেকেও তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
উল্লেখ্য, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বেশ কিছুদিন ধরে অসুস্থতা বোধ করায় চিকিৎসাধীন রয়েছেন।
হাআমা/