আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইসলামী ঐক্যজোট ‘মিনার’ প্রতীক (নিবন্ধন নম্বর: ৩২) থেকে মাওলানা আবু সায়েম খালেদ-কে মনোনয়ন প্রদান করেছে।
ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটি বিশ্বাস করে, মাওলানা আবু সায়েম খালেদ একজন দ্বীনদার, আদর্শবান এবং মাঠপর্যায়ে সুপরিচিত আলেম, যিনি জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন।
দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ জনতা ও তরুণদের মাঝে মাওলানা খালেদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। শিক্ষা, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকারে তার প্রার্থিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইসলামী ঐক্যজোট।
আগামী দিনে নির্বাচনী প্রচারণায় ইসলামী ঐক্যজোট ও শরিক দলগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে বলে জানা গেছে।
মনোনয়নপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মাওলানা আবু সায়েম খালেদ বলেন, ‘আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ইসলামী ঐক্যজোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে ‘মিনার’ প্রতিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়ন দেওয়ার জন্য। এই মনোনয়ন শুধু আমার একার দায়িত্ব নয়, এটি নারায়ণগঞ্জবাসীর Amanah (আমানত)। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এই আসনে আল্লাহভীরু, জনকল্যাণমূলক, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সর্বশক্তি নিয়োগ করব। ইনশাআল্লাহ, আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে বিজয় অর্জন করতে চাই, যাতে কুরআন-সুন্নাহভিত্তিক একটি কল্যাণরাষ্ট্রের ভিত্তি গড়া যায়।’
তিনি আরও বলেন, “বর্তমান সময়টা চ্যালেঞ্জিং। কিন্তু ঈমানদার মানুষ কখনো হতাশ হয় না। এই আসনে জনগণের পক্ষে সৎ ও সাহসী কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চাই। আমি আহ্বান জানাচ্ছি—সব ধর্মপ্রাণ মানুষ, যুবসমাজ ও আদর্শবান নাগরিকদের, আসুন আমরা একসঙ্গে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াই এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভোট ও দোয়ার মাধ্যমে সহযোগিতা করি।”
উল্লেখ্য, ইসলামী ঐক্যজোটের শরিক দলগুলোও মাওলানা খালেদের পক্ষে একযোগে মাঠে কাজ করার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
হাআমা/