টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু

by Kausar Labib

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এ মামলায় ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিন অভিযোগ গঠনের শুনানি করতে আদালতে হাজির হন প্রিন্স মামুন ও লায়লা আখতার। শুনানির শুরুতে মামুনের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ গঠন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

মামলায় অভিযোগ করা হয, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে মামুন। পরে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে সরল বিশ্বাস তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন বাদী লায়লা। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে তার বাসায় বসবাস করতে থাকে। পরে একপর্যায়ে মামুন তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে মামুন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও মারধর করে হত্যার চেষ্টা চালায়। বিষয়টি তা মা বাবাকেও জানানো হয়।

পরে ২০২৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা আখতার। গত বছরের ৩১ জানুয়ারি মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে ওই বছরের ৩ জুন মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরদিন ৪ জুন মামুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

কেএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222