দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি আলেমের কাছে রুশ যুবকের ইসলাম গ্রহণ

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানে ইসলাম গ্রহণ করেছেন ২১ বছর বয়সী এক রুশ যুবক। ওই মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশি আলেম মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমীর কাছে কালিমা পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন তিনি।

বিজ্ঞাপন
banner

৩৬ নিউজকে মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমী জানান, রুশ যুবকটির নাম ছিল রোমান এবং তিনি পূর্বে কোনো ধর্মের অনুসারী ছিলেন না। দীর্ঘ অনুসন্ধান ও চিন্তাভাবনার পর অবশেষে তিনি ইসলামের দাওয়াত কবুল করেন এবং কালেমা পাঠ করে মুসলিম হিসেবে নবজীবন শুরু করেন।

রোমানের জন্য তিনি নতুন নাম নির্ধারণ করেছেন ‘নোমান’। তিনি বলেন, নোমান একটি অর্থবহ ও ঐতিহাসিক নাম, যা ইমাম আবু হানিফা (রহ.)–এর গৌরবময় স্মৃতিকে ধারণ করে।

ওই যুবকের বয়স ২১ বছর। ইসলামে তার এই নবযাত্রা যেন হেদায়াত, শান্তি ও সফলতায় পরিপূর্ণ হয়, সেই দোয়া করেন মুফতি ফয়জুল্লাহ। তিনি কোরআনের আয়াত উল্লেখ করে লেখেন— ‘যাকে আল্লাহ হিদায়াত দেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।’ (সুরা যুমার, আয়াত : ৩৭)।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222