হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, খ্যাতিমান আলেমে দীন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী গতকাল বুধবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন আরও দুইজন বরেণ্য আলেম — বেফাকের আমেলা ও শুরা সদস্য, আল মারকাযুল ইলমীর মহাপরিচালক শায়খ মিজানুর রহমান (খুলনার হুজুর) এবং কওমি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। মাওলানা সুবহানী কিছুটা আহত হলেও বাকি দুইজন সুস্থ আছেন বলে জানা গেছে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কওমি অঙ্গনে দুশ্চিন্তা ছড়িয়ে পড়লেও দেশব্যাপী উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা দোয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার ৩৬ নিউজকে জানান, দুর্ঘটনায় হুজুর বেশি আহত না হলেও গাড়িটির ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। হুজুর এখন খিলগাঁও নিজ বাসায় আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।
হাআমা/