নবীজির (সা.) যুদ্ধনীতির তুলনায় আধুনিক সভ্যতার নৈতিক বিপর্যয়: শায়খ আহমাদুল্লাহ

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক >>

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বরণীয় দাঈ শায়খ আহমাদুল্লাহ আধুনিক বিশ্বের যুদ্ধনীতি ও তথাকথিত মানবাধিকার চর্চার কড়া সমালোচনা করে একটি প্রতিবাদী ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি তুলে ধরেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুদ্ধনীতি এবং আজকের তথাকথিত ‘সভ্য সমাজের’ যুদ্ধনীতির মধ্যকার বিস্ময়কর পার্থক্য।

বিজ্ঞাপন
banner

তিনি লেখেন, “প্রিয় নবী (সা.)-এর অংশগ্রহণ করা ২৭টি যুদ্ধে উভয়পক্ষে মারা গেছে মোট চারশত মানুষ। তাদের প্রত্যেকে ছিলেন সামরিক যোদ্ধা। অথচ আজ একটি বোমার আঘাতেই প্রাণ হারায় চারশ’র বেশি মানুষ—যাদের অধিকাংশই নারী, শিশু ও বেসামরিক নাগরিক।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী সভ্য?”

নারী  শিশুদের নিরাপত্তায় নবীজির আদর্শ

শায়খ আহমাদুল্লাহ বলেন, “নবীজি (সা.) এবং তাঁর সাহাবীরা কখনো কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি। অথচ আজ প্রতিটি রণাঙ্গণে কান পাতলেই শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ।”

তিনি জোর দিয়ে বলেন, সভ্যতার দাবিদার এই বিশ্ব নারী-শিশুদের সম্মান ও জীবনের ন্যূনতম অধিকার রক্ষা করতেও ব্যর্থ।

উপাসনালয় ও ধর্মীয় নেতাদের রক্ষায় নবীজির উদাহরণ

নবীজির (সা.) সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধার বিষয় তুলে ধরে তিনি বলেন, “নবীজি (সা.) কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি। অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয়।”
তিনি প্রশ্ন রাখেন, “এরপরও কি বলা যাবে, আজকের বিশ্ব সংখ্যালঘুদের ব্যাপারে সংবেদনশীল?”

পরিবেশ সুরক্ষায় ইসলামের প্রাচীন দৃষ্টান্ত

শায়খ আহমাদুল্লাহ তুলে ধরেন, “নবীজির (সা.) খলিফা আবু বকর (রা.) যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন। অথচ আজ নির্বিচারে কার্পেট বোমা মেরে ধ্বংস করা হচ্ছে পরিবেশ ও প্রকৃতি।”

এই পটভূমিতে তিনি আক্ষেপ করেন, “এরপরও বলতে হবে, আজকের পৃথিবী পরিবেশ সচেতন?”

মানবাধিকার ও শান্তির মুখোশ

মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শনের নবীজির (সা.) নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “নবীজি (সা.) লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন। অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয়। এরপরও আপনি বলবেন, আজকের বিশ্ব মানবাধিকারের আদর্শ?”

তিনি বলেন, “নবীজি (সা.) সম্মুখ যুদ্ধে প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন এবং তাদের আগে দাওয়াত দিতেন। অথচ আজকের ক্ষমতাধররা রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়।”

শায়খ আহমাদুল্লাহ তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “একটা সভ্য পৃথিবী বলে দাবি করলেই সভ্য হওয়া যায় না। ইতিহাস, নীতি ও নৈতিকতায় প্রিয় নবীজির (সা.) দৃষ্টান্তই মানবতার সত্যিকারের মানদণ্ড।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222