জনরোষকে ‘মব’ বলায় ক্ষুব্ধ এনসিপি ও হেফাজতে ইসলাম

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

সাবেক সিইসি কে এম নূরুল হুদার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হওয়া জনরোষকে ‘মব’ বলার প্রবণতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা এটিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ন্যায্য গণপ্রতিরোধ বলে অভিহিত করেছেন এবং সরকার ও ক্ষমতাসীন মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবেও দেখেছেন।

বিজ্ঞাপন
banner

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে বলেন, ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে যারা ‘মব’ বলছে, তারা আসলে এক নতুন ফ্যাসিস্ট ষড়যন্ত্রের অংশ। জনগণের ঘাম আর রক্তে যে ফ্যাসিবাদ পতনের প্রক্রিয়া শুরু হয়েছে, তা ব্যাহত করতেই এই অপপ্রচার।’

তিনি বলেন, ‘জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা এখন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ঢাকতে দায়িত্ব নিয়েছে। সরকার যেখানে ব্যর্থ, সেখানে জনতাই এগিয়ে আসছে। এই ছাত্র-জনতাই ভবিষ্যতের ফ্যাসিস্টদের জন্য অশনিসঙ্কেত।’

তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের গণপ্রতিরোধ, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘এই ইতিহাস প্রমাণ করে, এদেশের তৌহিদি জনতা ও ছাত্রসমাজ কখনোই ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি।’

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক টকশোতে বলেন, ‘সরকার যদি আগেই বিতর্কিত নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এখন জনগণের ক্ষোভকে ‘মব’ বলা অন্যায়।’

তিনি বলেন, ‘মব আর জনরোষ এক নয়। মব হয় তখন, যখন কোনো উদ্দেশ্যহীন দুষ্কৃতিকারী দল কিছু করে। কিন্তু বর্তমান জনরোষ সুশৃঙ্খল, উদ্দেশ্যপ্রণোদিত এবং দীর্ঘদিনের অবিচারের প্রতিক্রিয়া। যারা কলম দিয়ে, মগজ দিয়ে বা কথা দিয়ে এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, তাদের বিচারের অনুপস্থিতিতেই আজকের গণপ্রতিরোধ।’

হাসনাত আরও বলেন, ‘যারা হঠাৎ বিএনপিপন্থি সেজে এই আন্দোলনকে হেয় করছে, তারাই আসলে আগের ফ্যাসিস্ট দোসরদের রক্ষাকবচ হয়ে উঠেছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে তারা গণতন্ত্রের ভারসাম্য রক্ষার ভান করছে।’

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222