ভারতীয় ফাঁদে পা না দেওয়ার আহ্বান সাংবাদিক ইলিয়াসের

by Kausar Labib

সম্প্রতি, প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভারতের বিরুদ্ধে একটি সতর্কবাণী দিয়েছেন, যাতে তিনি বাংলাদেশের জনগণকে ভারতীয় ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি ভারতীয় মোটরসাইকেল না কেনারও পরামর্শ দিয়েছেন।

তিনি নিজের ফেসবুক একাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই স্ট্যাটাসটি বেশ আলোচনায়। একই সাথে নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে।

বিজ্ঞাপন
banner

সাংবাদিক ইলিয়াস লিখেছেন, ‘বেশ কিছুদিন ধরে লক্ষ করছি প্রথম আলো-ডেইলি স্টারসহ বেশ কয়েকটি পত্রিকা এবং ফেইসবুক, ইউটিউবে ভারতীয় মোটরসাইকেল রয়েল এনফিল্ডের ব্যাপক প্রচারনা চালাচ্ছে! এমনভাবে বিজ্ঞাপন দেয়া হচ্ছে দেখে মনে হচ্ছে এটা পৃথিবীর সেরা মোটরসাইকেল!

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ ভারতীয় ফাঁদে পা দেবেন না৷ ভারতীয় এক টাকার পণ্য কেনা মানে ভারতের অর্থনীতি শক্তিশালী করা। ভারতের অর্থনীতি শক্তিশালী করা মানে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা। ভারতের না কিনে জাপান কিংবা পাকিস্তানি মোটরসাইকেল কিনতে পারেন৷ সিদ্ধান্ত আপনার৷

ইতিমধ্যেই সাড়া ফেলেছে তার এই স্ট্যাটাসটি।

এমএনএকে/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222