বন্যার্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের

by hsnalmahmud@gmail.com

স্টাফ রিপোর্টার >>

নোয়াখালীর বিচ্ছিন্ন জনপদ নিঝুম দ্বীপে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্বিতীয় ধাপে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। গতকাল ৫ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টায় যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এবং নোয়াখালী জেলা দায়িত্বশীলদের সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
banner

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি আবরারুল হক আরিফ, জেলা ও নিঝুম দ্বীপের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়। নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও দুর্গতদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

খেলাফত যুব মজলিসের নেতারা বলেন, মানবিক ও দ্বীনি দায়িত্ববোধ থেকে প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম কর্তব্য। নিঝুম দ্বীপের মতো দুর্গম এলাকায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পেরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ধরনের মহতী উদ্যোগে স্থানীয় মানুষ ও দ্বীপবাসী গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222