নরসিংদী-০৪ আসনে ইসলামী আন্দোলনের হোন্ডা শোডাউনে চমক

by hsnalmahmud@gmail.com

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী সংবাদদাতা:

নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক অভাবনীয় মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দলটির প্রার্থী ও মনোহরদী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মো. ছাইফুল্লাহ প্রধানের নেতৃত্বে আয়োজিত এ “হোন্ডা শোডাউন” নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন
banner

হাজারো মোটরসাইকেল আর মিছিলের গর্জনে মুখর হয়ে ওঠে মনোহরদীর প্রধান সড়কগুলো। শোভাযাত্রাটি মনোহরদী পৌর এলাকার হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে মমোহরদী-বেলাব এর মেইন সড়কগুলো প্রদক্ষিণ করে। সড়কের দুই পাশজুড়ে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ শোভাযাত্রাকে অভিবাদন জানান।

অধ্যক্ষ ছাইফুল্লাহ প্রধান বলেন, “জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায়। তারা শান্তি, ন্যায় এবং ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্ব চায়। হাতপাখা প্রতীক সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠছে।”

শোভাযাত্রায় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো পথ। সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম ও বিভিন্ন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের এই শক্তিশালী মাঠে নামা নরসিংদী-০৪ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। অনেকেই মনে করছেন, এবার ‘হাতপাখা’ প্রতীক হতে পারে বড় চমক।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222